এসডি কার্ড থেকে কোন কিছু ডিলেট করতে গেলে no permission to delete লেখা আসে মেমরি ৩২ জিপি সমাধান চাই
শেয়ার করুন বন্ধুর সাথে
Ankan

Call

ভাই আমারও একই সমস্যা হচ্ছে । আপনি sittings এ যেয়ে storage and usb অপশন থেকে আপনার SD card exit করেদিন তার পর আবার ওই খান থেকে mount করেন ঠিক হবে হয়তো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমি ৫ টা টিপস দিচ্ছি দেখেন কাজ করে কিনা । ১। আপনি যেটা ডিলিট করবেন ঐটা যে ফোল্ডার এ আছে সেই ফোল্ডার থেকে মুভ করে নিয়ে অন্য আরেকটা ফোল্ডারে নিয়ে ডিলিট করার চেষ্টা করুন । দেখেন কি হয় । ২। মেমরি কার্ডটা বের করে সফট কাপড় দিয়ে পরিস্কার করে আবার ঢুকিয়ে পুনরায় ডিলেট করুন । দেখেন কি হয় । ৩। যদি না হয় তবে Play-Store থেকে ES File Managere টা ডাউনলোড করুন । এরপর এই জায়গা থেকে ডিলিট করে দেখেন কি হয় । ৪। এ সবে যদি কিছু না হয় তবে কম্পিউটারে দিয়ে ডিলিট করুন। ৫। সবশেষে যদি কিছুতে কিছু না হয় তবে আপনার প্রয়োজনীয় ফাইলগুলো অন্যকোথাও ট্রান্সফার করে নিয়ে মেমরিটা ফরমেট করে দিন । **[ উত্তরটা ভাল লাগলে একটা লাইক/ভোট দিবেন ]** ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ