SSC এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড হারালে কি করব এবং কত টাকা খরচ হবে ? 
Share with your friends
Call

এডমিট, রেজিস্ট্রেশন কার্ড, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট এসব গুরুত্বপূর্ণ পেপার হারিয়ে গেলে বোর্ড থেকে ডুপ্লিকেট কপি তোলা যায়। এর জন্য আপনাকে কয়েকটি কাজ করতে হবে। প্রথমত, থানায় জিডি করতে হবে। দ্বিতীয়ত, পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে(রোল, রেজিস্ট্রেশন নাম্বার, থানার নাম, জিডি নাম্বার, কিবে হারিয়েছে, কি কি হারিয়েছে এসব উল্লেখ করে)। এরপর স্ব স্ব বোর্ড বরাবির সোনালি সেবার মাধ্যমে নির্দিষ্ট ফি ব্যাংক ড্রাফট করতে হবে। রাজশাহি বোর্ড এ সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট এর জন্য সম্ভবত ৫০০(ভ্যাটসহ ৫৫৮) টাকা ফি দিতে হয়। এবার, পত্রিকার বিজ্ঞাপন এর কাটিং, জিডির পেপার, ব্যাংক এর পেপার, আপনার যে পেপারগুলো হারিয়েছে সেগুলোর ফটোকপি(যদি থাকে) ইত্যাদি সকল কাগজ নিয়ে বোর্ড এ জমা দিয়ে আসতে হবে। বোর্ড থেকে আপনাকে এস্টিমেটেড একটা ডেট দেয়া হবে।  সেই ডেট এ গিয়ে ডুপ্লিকেট পেপারগুলো বোর্ড থেকে নিয়ে আসবেন। আরো বিস্তারিত জানতে আপনার বোর্ড এর ওয়েবসাইট এ দেখুন।

Talk Doctor Online in Bissoy App