শেয়ার করুন বন্ধুর সাথে

যদি ই -কমার্স এ আপনার পুঁজি হয় মাত্র ১০০,০০০ টাকা অফিস: দরকার নেই, আপনার বাসাকে ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারেন কর্মচারী বেতন: দরকার নেই, হয়তো একজন থাকতে পারে, যদি আপনার সময় না থাকে: ৮,০০০ টাকা ডোমেইন, হোস্টিং ও ওয়েবসাইট: সর্বনিম্ন ১০,০০০ টাকা নাম লোগো ডিজাইন: নিজেই করুন, বা পরিচিত কারো সাহায্য নিন কার্ড প্যাড খাম ছাপা: কার্ড ৫০০ টাকা, মানি রিসিপ্ট ১৫০০ টাকা: মোট ২০০০ টাকা ব্রশিওর ছাপা: দরকার নেই, শপিং ব্যাগ ছাপা: দরকার নেই, পেমেন্ট গেটওয়ে: এই সার্ভিসটা নিন- ২০০০ টাকা: ব্যাংক একাউন্ট: ২০০০ টাকা মার্কেটিং- সোশ্যাল মিডিয়া: বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে পেইজ খুলুন মার্কেটিং- ব্লগ: বিভিন্ন ব্লগে নিজেই লিখুন মার্কেটিং- ফেস্টুন: ২০টা ফেস্টুন লাগান : খরচ কমপক্ষে ৪,০০০ টাকা মার্কেটিং- ফোন: কিছু লোককে ফোন দিয়ে জানাতে পারেন, খরচ ২০০০ টাকা মার্কেটিং- এসএমএস: আপনার ফোন থেকে কমদামে এসএমএস কিনুন, খরচ ১০০০ টাকা মার্কেটিং- ফেইসবুক: ফেইসবুকে পেইজে লাইক ও মেম্বার বাড়ান, বুস্ট পোস্ট: ২০০০ টাকা মার্কেটিং- ই মেইল: নিজের মেইল থেকে পরিচিতদের মেইল পাঠান মার্কেটিং- লিফলেট/ স্টিকার: ৫০০০ স্টিকার বা লিফলেট ছাপুন- ৫০০০ টাকা, প্যাকিং সরঞ্জাম: অর্ডারের পরে, আপাতত অল্পকিছু কিনুন খরচ ২০০০ টাকা যাতায়াত ও যোগাযোগ: পণ্য ক্রয়মূল্যের সাথে হিসাব করুন। তবুও অন্যান্য : খরচ ২০০০ টাকা পণ্য স্টক করা: দুই ধাপে ২০+২০= ৪০ হাজার টাকা কুরিয়ার খরচ: প্রথমদিকে ৫,০০০ টাকা ট্রেড লাইসেন্স ও টিন: ৩০০০ টাকা ই ক্যাব মেম্বারশিপ: ৩০০০ টাকা অন্যান্য খরচ: ৫০০০ টাকা মোট খরচ: কমবেশী: ১০০, ০০০ টাকা। আপনার নিজস্ব প্লান এর উপর ভিত্তি করে কমবেশী হতে পারে। নোট: একটা কথা মনে রাখবেন, আপনার পুঁজি যত কম হবে। পন্য এবং মার্কেটিংয়ে আপনি তত কম বিনিয়োগ করবেন। সূতরাং বিক্রিও সে হারে হবে। তাই এক লক্ষ টাকা বিনিয়োগ করে মাসে ৫০ হাজার টাকার লেনদেন করলে হয়তো ৮/১০ হাজার টাকা লাভ হবে। আপনাকে সেভাবেই ভাবতে হবে। যদি আপনি ব্যবসাটাকে চালিয়ে নিতে পারেন। তাহলে হয়তো একদিন কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ