f(x)=x4+5x-3 হলে f(-1),f(2) & f(1/2) এবং এর মান নির্নয় কর।বিঃদ্রঃ অঙ্কটি বুঝিয়ে দিতে হবে।করে দিলেই হবে না,কারন গাইড দেখেও অঙ্ক করা যায়!
Share with your friends

f(x)= 4x+5x-3 এখানে , f(x) যেহেতু f অর্থাৎ ফাকশনের ভেতরে x (এক্স)আছে । তাই অঙ্কটির ভেতরেও অঙ্কের সাথে x আছে । যেমন , 4x এবং 5x তাই যদি f(-1) থাকে তাহলে অবশ্যই অঙ্কের মধ্যেও -1 দিতে হবে । তাই ঐ x (এক্স) উঠিয়ে -1 বসাতে হবে । সুতরাং অঙ্কটি হবে এভাবে , f(-1) = 4.-1+5.2-3 = -4+10-3 = 6-3 = 3 প্রথমটা করে দিলাম । এভাবে আর সবগুলা হবে ।

Talk Doctor Online in Bissoy App

আপনি বুঝাতে বলেছেন।যদি আপনি f(x)  এর মান ভিন্ন ভিন্সংনন খ্যার বের করতে চান তবে প্রদত্ত ফাংশনের x এর স্থল যে সংখ্যা দিতে চান তা বসাবেন। এখানে,দেয়া আছে f(x) =x'4+5x-3 যদি f(-1)  বের করতে চান তবে x'4+5x-3 এর x স্থলে -১ বসান তাহলে f(-1)= -7 হবে ।অনুরুপভাবে f(2)ও f(1/2)  এর মান হবে যথাক্রমে ৩ ও -৭/১৬। আশা করি বুঝতে পেরেছেন।ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App
Call

f(-1)=-7 f(2)=23 f(-1/2)=-87/16

Talk Doctor Online in Bissoy App