image


শেয়ার করুন বন্ধুর সাথে

আসলে এই কথাটি ভুল। আলোকরশ্মি সমান্তরালেও আসে এবং তীযকভাবেও আসে, এক কথায় আলোকরশ্মি সব দিকেই ছড়িয়ে পড়ে। কিন্তু আমরা চিত্র অঙ্কনের সুবিধাথে তীযকভাবে আঁকি। লক্ষ্যবস্তু অসীমে থাকলেও আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল করে আঁকা যায়, তবে এক্ষেত্রে দপণের গোলকটি একটু বেশি বড় হতে হবে। যা আমরা অঙ্কনের সময় আঁকি না। আমরা সহজে করার জন্য আলোকরশ্মি তীযকভাবে আঁকি। বড় গোলকে আলোকরশ্মি সমান্তরাল করে আঁকা যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ