Call

এটার প্রমাণ হল রশ্মিচিত্র।আপনি যদি অসীমে লক্ষ্যবস্তুর অবস্থানের জন্য অবতল দর্পণে বিম্ব গঠনের রশ্মিচিত্র দেখেন তাহলে দেখবেন যে লক্ষ্যবস্তু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে প্রধান ফোকাসের ঠিক লম্ব বরাবর উপরে মিলিত হয়,অর্থাৎ আপনি প্রধান ফোকাসে অক্ষের উপর একটি লম্ব আঁকলে দেখবেন ঐ লম্ব রেখার উপর প্রতিফলিত রশ্মিগুচ্ছ মিলিত হয়েছে।এই চিত্র আপনি পেতে পারেন মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পদার্থবিজ্ঞান বইয়ে।উচ্চ মাধ্যমিক বইয়ে খুঁজলে ২য় পত্রে খুঁজবেন।আর অবশ্যই গুগল সার্চ করলেও পেতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ