এখানে ফাইল রাখতে কি এমবি লাগে?আর এখানে ফাইল আপলড করার সময় খুব দেরি লাগে কিভাবে তারাতারি আপলড করব?বিস্তারিত জানান কেউ?
Share with your friends

দেড়ি লাগবেই । আর, এখানে কোন ফাইল রাখতে এম বি লাগে । পরবর্তীতে সেই ফাইলটি চালাতে/ব্যবহার করতে ইন্টারনেট লাগে । তবে অফলাইন করে নিলে ইন্টারনেট ছাড়াও ফাইলটি দেখতে পারবেন । অফলাইন করতেও এম বি লাগে ।

Talk Doctor Online in Bissoy App
Call

হ্যা এম বি লাগে ।বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুনঃ>>>><<<<<<<

Talk Doctor Online in Bissoy App

ভাই, গুগল ড্রাইভে কোন কিছু রাখলে , তার সাথে ফোন মেমরি বা আপনার এসডি কার্ডের সম্পর্ক নাই। আপনার মোবাইল বা পিসির কোন গুরুত্বপূর্ণ ডাটা, আপনি ড্রাইভে সেভ করে রাখতে পারবেন,  ড্রাইভে ফাইল রাখতে হলে, আপনাকে ডাটা খরচ অর্থাৎ এমবি খরচ করে রাখতে হবে। আর ড্রাইভের সবচেয়ে বড় সুবিধা হল,  আপনার মোবাইল বা পিসি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও, আপনার জিমেইল আইডি & এর পাসওয়ার্ড জানা থাকলে তা আপনি পুনরায় ফেরত নিতে পারবেন।  ভাইয়া আশা করি বুঝতে পেরেছেন!

Talk Doctor Online in Bissoy App