আমার একটা CD 80 বাইক আছে।  ত এই বাইকটি র সর্বোচ্চ গতি 35Kmph পযন্ত ওঠে।  এর থেকে বেশি স্পিড বাড়াতে গেলে ইঞ্জিনের গতি আপনা আপনি কমে যায়।  এবং ইঞ্জিন বন্ধ হয়ে যেতে চায়।ত কি সমস্যা কারণে এমন হয় । কাবুরেটারে সমস্যা না ইঞ্জিনের সমস্যা। 
Share with your friends
AmartyaOvi

Call

আপনার গাড়ির ইঞ্জিনে সমস্যা।

ইঞ্জিন দুর্বল থাকায় এই সমস্যাটি হচ্ছে।

ইঞ্জিনের রিং পিস্টন পুরাতন ও দুর্বল হলে এরকম হয়।

ফলস্বরুপ, গাড়ির ইঞ্জিন সিজ হবে।

নির্দিষ্ট গতির পর গাড়ি আপনা আপনি বন্ধ হয়ে যায়।

লক্ষ্য করলে দেখবেন, গাড়ি খাড়া ঢাল উঠতে পারে না। ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

তাই গাড়িতে নতুন রিং পিস্টন দেন। সার্ভিসিং সেন্টারে নিয়ে যান।
 
আশা করি আপনার গাড়ি ঠিক হয়ে যাবে।
Talk Doctor Online in Bissoy App