Call

আপনি যদি ই- কমার্স সাইট তৈরি করতে চান । তবে আপনাকে প্রথমে একটা ডোমেইন কিনতে হবে । এরপর হোষ্টিং নিতে হবে বিসনেসের জন্য । আমি এক বার বিসনেসের জন্য হোস্টিং নিতে চাইছিলাম বাট সেখানে দেখি হোস্টিং নিতে হলে ২৫ ডলার দিয়ে নিতে হবে । এরপর আপনাকে পিএইচপি, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, জোকোয়ারি ইত্যাদি জানতে হবে । যদি জানেন ভালো । না জানলে ওয়েবকোচ বিডি ডট কম থেকে শিখে নিন । এটা টিউটোরিয়াল দেখে সম্ভব নয় । তবে ওয়ার্ডপ্রেস সাইট হলে গুগল থেকে থিম ডাউনলোড করে ই-কমার্স সাইট বানাতে পারেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ