আমার কম্পিউটারে মোবাইল দিয়ে INTERNET ব্যবহার করতে হলে ক্যাবল ছাড়া ব্যবহার করা যায় না। কিন্তু আমি দেখলাম যে অনেকে ক্যাবল ছাড়া তাদের কম্পউটারে INTERNET ব্যবহার করে। তো এখন আমি কি করে আমার কম্পিউটারে ক্যাবল ছাড়া INTERNET ব্যবহার করবো।এর জন্য যদি কোনো সফটওয়্যার লাগে তাহলে দয়া করে লিংক টা দেন। আমার কম্পিউটারে windows 7 সেটআপ দেওয়া আছে।
Share with your friends

ভাই এইজন্য আপনাকে Wifi Driver ও স্মার্ট ফোন লাগবে।।এইজন্য আপনি ডিক্স কিনে নেন। আর বাকি কাজ তাদের কাছ থেকে বুঝিয়ে নিন যারা নেট চালাচ্ছে ।আমি যদি এখানে বলি তবে আপনার বুঝতে সমস্যা হবে।

Talk Doctor Online in Bissoy App

ভাই আপনি কি Desktop কম্পিউটার ব্যবহার করেন নাকি Laptop ব্যবহার করেন ?

যদি ল্যাপটপ ব্যবহার করে থাকেন তাহলে WLAN/LAN Driver Software টা install করলেই হবে।

আর যদি Desktop Computer ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে WiFi Receiver/Adapter ব্যবহার করতে হবে। যার মূল্য 2৫০-১৫০০ টাকা বা তার বেশি।

ডিভাইস টি দেখতে ক্লিক করুন ।

Talk Doctor Online in Bissoy App