বাংলাদেশের পুলিশ ও আর্মি'র সকল পদ জানতে চাই ক্রমানুযায়ী । ধন্যবাদ ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

জাতীয় পর্যায়ের শীর্ষ কর্মকর্তাগণ

  • পুলিশের মহাপরিদর্শক/ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (আইজিপি)
  • পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক/এডিশনাল ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (এডিশনাল আইজিপি)
  • ডেপুটি ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (ডিআইজি)
  • এডিশনাল ডেপুটি ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (এডিশনাল ডিআইজি)
  • সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসপি)/এ্যাসিস্টেন্ট ইন্সপেকটর জেনারেল অব পুলিশ (এআইজি, সদর দপ্তরের ক্ষেত্রে)/স্পেশাল সুপারিনটেন্ডেন্ট (এসএস, এসবি এবং সিআইডিতে), সুপারিনটেন্ডেন্ট অব রেলওয়ে পুলিশ (এসআরপি, রেলওয়ে পুলিশের ক্ষেত্রে)
  • এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এডিশনাল এসপি)
  • সিনিয়র এ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (সিনিয়র এএসপি)
  • এ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এএসপি)

 

মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাগণেরপদবীসমূহ

  • পুলিশ কমিশনার
  • এডিশনাল কমিশনার অব পুলিশ
  • জয়েন্ট কমিশনার অব পুলিশ
  • ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসি)
  • এডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ (এডিসি)
  • সিনিয়র এ্যাসিস্ট্যান্ট  কমিশনার অব পুলিশ (সিনিয়র এসি)
  • এ্যাসিস্ট্যান্ট  কমিশনার অব পুলিশ (এসি)

 

শিল্প পুলিশ এবং RAB  কর্মকর্তাদের পদবীসমূহ

  • ডিরেক্টর জেনারেল
  • এডিশনাল ডিরেক্বটর জেনারেল
  • ডিরেক্টর
  • ডেপুটি ডিরেক্টর (ডিডি)
  • সিনিয়র এ্যাসিস্টেন্ট ডিরেক্টর (সিনিয়র এডি)
  • এ্যাসিস্টেন্ট ডরেক্টর (এডি)

 

পুলিশের কর্মকর্তাদের ব্যাজসমূহ

আইজিপি

এডিশনাল

আই জিপি

ডিআইজি

এডিশনাল

ডিআইজি

এসপি

এডিশনাল এসপি

সিনিয়র এএসপি

এএসপি

 

 

অধীনস্ত কর্মকর্তাগণ

নিরস্ত্র শাখা

  • ইনস্পেকটর অব পুলিশ
  • সাব-ইন্সপেকটর (এস আই)/টাউন সাব ইন্সপেকটর (টিএসআই)
  • এ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেকটর (এএসআই)/আন আর্মড হেড কনস্টেবল (এইচসি)
  • কনস্টেবল

 

সশস্ত্র শাখা

  • আর্মড ইন্সপেকটর
  • আর্মড সাব-ইন্সপেকটর (আর্মড এসআই)/সুবেদার
  • হেড কন্সটেবল(এইচ 

★আমি নাজমুল আমার পক্ষথেকে আন্তরিক ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ