JSC তে A+ পেতে কয়টি বিষয়ে A+ লাগবে এবং Golden A+ পেতে কী কী লাগবে ? একইভাবে SSC 'র ক্ষেত্রেও একই প্রশ্ন ।
Share with your friends

Golden A+ পেতে হলে সব বিষয়ে A+ থাকতে হবে।


চতূর্থ সাবজেক্টে A+ পেলে বাকি সাতটি

 সাবজেক্টে যদি A+ এবং বাকিগুলোতে

 A পেলেও রেজাল্ট G.P.A 5 আসবে । 

অর্থাৎ,   

চতুর্থ বিষয়ে A+  পেলে যে কোন ৩ টি 

সাবজেক্টে  A+ না হয়ে A  হয় আর বাকী গুলোতে 

A+  হয় তাহলেই A+  হবে।

.

চতুর্থ বিষয়ে A+  পেলে বা যে কোন ২ টি

সাবজেক্টে  A+ না হয়ে A-  হয় আর বাকী গুলোতে

A+  হয় তাহলেও A+  হবে।

.যদি কোন বিষয়ে (যে কোন ১ টি বিষয়ে)

" C  " আসে তাহলেও  A+ 

পাবেন যদি ফোরসাবজেক্ট সহ বাকী সকল

বিষয়ে  A+  পান। 

.যদি কোন বিষয়ে (যে কোন ১ টি বিষয়ে)

 " B "  আসে তাহলেও  A+ 

পাবেন যদি ফোরসাবজেক্ট সহ বাকী সকল

বিষয়ে  A+  পান। ফোর সাবজেক্ট বাদে

যে কোন আরেকটি সাবজেক্টে A+  না হয়ে

A  হলেও  G.P.A. " A+ "  হবে

Talk Doctor Online in Bissoy App