Call

jsc কোনো প্রভাব পড়ে না। তবে ssc&hsc রেজাল্টের উপর ভিত্তি করে যাচাই করা হয়। তাই এই রেজাল্টের উপর অবশ্যই প্রভাব পড়ে।

Talk Doctor Online in Bissoy App

বিসিএস এ অংশ নিতে হলে চার বছর মেয়াদি স্নাতক ডীগ্রি অর্জন করতে হবে, তিনবছর মেয়াদি পাস কোর্স এর ক্ষেত্রে স্নাতকোত্তর সম্পন্ন করতে হবে এবং একাডেমীক ক্যারিয়ারে একাধিক তৃতীয় শ্রেনী থাকা যাবে না।উল্লেখ্য যে গ্রেডিং সিস্টেমে ২ পয়েন্ট এর কম তৃতীয় শ্রেনী হিসেবে বিবেচিত হয়। বিসিএস এ এসএসসি, এইচএসসি এবং স্নাতক এই তিনটি সনদ বিবেচনা করা হয়। জেএসসির রেজাল্ট দেখা হয় না। উপর্যুক্ত শর্তসমূহ পুরন হলে আপনার আপনার বয়স ৩০ পার হবার পূর্ব পর্যন্ত বিসিএস এ অংশগ্রহণ করতে পারবেন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App