Call

আপনাকে এখন থেকেই কঠোর পরিশ্রম করতে হবে। বিশেষ করে যে বিষয়ে ফেইল করেছেন সেই বিষয়ের প্রতি স্পেশাল ভাবে গুরুত্ব দিবেন। প্রয়োজন হলে প্রাইভেটের ব্যবস্থা করবেন। আর ক্লাশ নিয়মিত করবেন। কোথাও বুঝতে প্রব্লেম হলে তা লুকিয়ে না রেখে যত শীঘ্রই টিচারের কাছ থেকে সমাধান করে নিবেন। দরকার হলে প্রাইভেট শিক্ষকের কাছ থেকেও হেল্প নিবেন। মনে রাখবেন, একবার যখন ফেইল করেই ফেলেছেন সেটা নিয়ে আর চিন্তা না করে এমনভাবে সামনে আগাবেন যাতে সেই বিষয়ে আর ফেইল করার কোনো সম্ভাবনা না থাকে। আপনি যেহেতু এক বিষয়ে ফেইল করেছেন তাই আমার মতে এই বইটা পড়তে বেশি সময় লাগবে না। অতিরিক্ত সময়টা অহেতুক ভাবে অপচয় না করে অন্য বই গুলো খুলে দেখতে পারেন। চাইলে আপনার ফ্রেন্ডের বইগুলোও দেখতে পারেন।

Talk Doctor Online in Bissoy App