Share with your friends
Call

এর জন্য আপনাকে টানা ১ সপ্তাহ বা তার কিছু বেশি বিশ্রাম এ থাকতে হবে।দুরবর্তি কোন ভ্রমণ, দুশ্চিন্তা,দুশ্চিন্তা হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে।বেশি করে পানি, ডাবের পানি,পাতলা খাবার খেতে হবে,ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে।খাবারে লবন কম দিতে হবে, ধুমপান, মদ্যপান, পান খাওয়া ইত্যাদি ত্যাগ করতে হবে। মোট কথা শরির ও লিভার কে চাপ মুক্ত রাখতে হবে।শরির যত বিশ্রামে থাকবে এবং প্রয়োজনীয় পুষ্টিকর খাবার পাবে তত জলদি  Alt কমবে।এর পর ও না কমলে ডাক্তার এর পরামর্শ নিতে হবে।

ওজন বেড়ে যেতে পারে, পেঠ ভরা থাকতে পারে। পায়খানা ও প্রসাবের রং এর পরিবর্তন হতে পারে।


Talk Doctor Online in Bissoy App