উক্ত সমস্যার সমাধান চাই।
Share with your friends
Call

এই সমস্যাটার কাজ 1 মিনিটে সমাধান করুন প্রথমে mobile settings এ যান তারপর mobile data অথবা more এ ক্লিক করুন এইখানে access point name একটা লেখা আসবে সেখানে ok করবেন সেখানে আপনার add লেখা অথবা প্লাস লেখার চিহ্ন থাকবে সেখানে আপনি ক্লিক করবেন আমি আপনি যদি না বুঝেন আমি আপনাকে ছবিগুলো আপনাকে ফুস করে দিচ্ছি সেগুলো দেখে অনুসরণ করুন name লেখা থাকবে এখানে আপনি ইংলিশের internet লিখবেন তারপর apn একটা লেখা আছে না সেখানে লাগবে না আপনি যে সিম ব্যবহার করেন সেই সিমের নাম আ দিয়ে - এইরকম একটা চিহ্ন দেবেন এছাড়া এই রকম চিন্তা থাকবে মধ্যেখানে তারপর ইন্টারনেট আপনাকে robi-internet তারপর আপনি  save korbenimage image image

Talk Doctor Online in Bissoy App
Call

ডাটা কানেকশন অন করে করে নতুন করে ম্যানুয়ালি কনফিগারেশন সেট করুন।

Talk Doctor Online in Bissoy App
Call

Setting> mobile network> access point এইটি তে গিয়ে নেটওর্য়াক পরোফাইল একটিভ করে নিন। ঠিক হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App
Call

ফোন রিসেট করার কারণে আপনার ফোনের নেট কানেকশন ঠিক আগের মতো হয়ে গিয়েছে আপনি আপনার ফোনের setting যান তারপর network setting এ যান তারপর access network এ যান তারপর gp internet নামের একটা access network create তারপর + চিহ্নতে ক্লিক করে gp internet নামে সেট করুন এবং অন করে দিন তারপর নেট কানেকশন অন করুন।

Talk Doctor Online in Bissoy App