jsc পরিক্ষায় সহজে ভাল রেজাল্ট করার উপায় কি?
Share with your friends
Asibkhan

Call

পূর্ববর্তী সালের প্রশ্নের ধারা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে, ক্লালে মনোযোগ বাড়াতে হবে এবং প্রচুর পড়াশোনা করতে হবে

Talk Doctor Online in Bissoy App
aktohin

Call

পাঠ্যবই বেশি বেশি পড়তে হবে, সেই সাথে বিগত সালে আসা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আয়ত্ব করতে হবে। বাজারে "শর্টকাট সাজেশন্স" নামে একটি বই পাওয়া যায়। এটাতে বিগত সালের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে। অনুশীলন করলে উপকার হবে। দাম ২৩০ থেকে ২৫০ টাকার মধ্যে। আর জেএসসিতে ভালো করার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো- হাতের লেখা ভালো করতে হবে, আর উত্তরের মান একটু খারাপ হলেও বেশি লিখার চেস্টা করতে হবে।

Talk Doctor Online in Bissoy App