শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নৈতিকতা ল্যাটিন শব্দ ''মোরালিটাস'' থেকে আগত, যার অর্থঃ- চরিত্র।   আবদান (রহঃ) আবদুল্লাহ ইবনুু্ আমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষী ও অসদাচারী ছিলেন না। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই ব্যাক্তই সর্বশ্রেষ্ঠ যে নৈতিকতায় সর্বোত্তম। [সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৩৩০৭] মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ চরিত্র। সৎ চরিত্র মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ। জগতের যত মহান কীর্তি আর সৌন্দর্য্য আছে, এর মূলে রয়েছে উত্তম চরিত্রের নিয়ামক শক্তি। নৈতিকতাকে একটি আদর্শিক মানদন্ড বলা যেতে পারে যা বিভিন্ন অঞ্চলের সামাজিকতা, ঐতিহ্য, সংষ্কৃতি, ধর্ম প্রভৃতির মানদন্ডের উপর ভিত্তি করে গড়ে ওঠে। আবার অনেক ক্ষেত্রে, সামগ্রিকভাবে সমগ্র পৃথিবীর জন্য কল্যাণকর বিষয়সমূহকেও নৈতিকতা হিসেবে সংজ্ঞায়িত করা হয়। [সংগ্রহ]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ