Call

এটাকে বলে প্রিম্যাচিউর ইজাকুলেশন  এটা মুলত আপনার নিজের উপরে নির্ভর করে। এর কোন চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি। মানসিক চাপ, ভয়্‍ , নিজের প্রতি কনফিডেন্ট না থাকা , সেক্সের সময় অযথা উত্তেজনা এসব হল এটার কারন।  এর সমাধান হিসেবে আপনাকে কিছু কাজ করতে হবে।  সেক্সের আগে থেকে এরকম চিন্তাভাবনা করা যাবেনা। চাপমুক্ত থাকতে হবে। যখন মনে হয়ে বির্যপাত হতে যাচ্ছে তখনই মন অন্যদিকে ঘুরিয়ে নিতে হবে। সেক্সের সময় বারবার পজিশন পরিবর্তন করতে হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যেহেতু এটি একটি সেন্সটিভ বিষয় তাই নেট না ঘেটে একজন ভালো যৌন চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাই মাসুম বিল্লাহ! আসসালামু আলাইকুম! কেমন আছেন ভাই। আপনার উত্তর_ আপনি যে সমস্যার কথা বলেছেন তা অনেক কারনে হতে পারে। যেমনঃ তারাহুরা, ভয়, অথবা আপনার শারীরিক দূর্বলতা . এখানে উত্তর দেওয়ার আগে আপনাকে আরও কিছু বলা প্রয়োজন যেমনঃ আপনার বয়স কত? আপনার শরীরের ওজন কত? বিয়ে করেছেন কি / কত বছর পূর্বে?  ইত্যাদি?  আপনার সমস্যার সমাাাধা আছে কোন টেনশন কইরেননা. 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
otriptoatma

Call

ভাই মাসুম।  আপনি নিচের নাম্বারে কল দিন। সমাধান ১০০%। কোন ওষুধ ছাডাই। কোন টাকাও দিতে হবেনা আমাকে।  ০১৯২৬৪৬২৩০৩

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ