বিশ হাজার টাকার টাকার পিসিতে আপনি তেমন কিছু পাবেন না বললেই চলে। একটা ৮ম জেনারেশন প্রসেসর এর দামই ১০ হাজারের অপরে। একটা ১৭-১৮ ইঞ্চি মনিটরের দাম পরে মিনিমাম ৫ হাজার। র‍্যাম, গ্রাফিক্স,কুলিং ফ্যান,মাদারবোর্ড অন্যান্য পার্ট এর কথা তো বাদই দিলাম। এই দামে আপনি যেই কনফিগারেশনের কম্পিউটার পাবেন টা খুবই ব্যাকডেটেড হবে। আপনি নরমাল সফটওয়্যার এর লেটেস্ট ভার্সন গুলোই চালাতে পারবেন না। যেমন ফটোশপ, উইন্ডোজ ১০। গেম এর কথা তো ভুলেই যান। খেলে খেলতে হবে ১০-১৫ বছর আগেরে গেম গুলো। যেমনঃ জিটিএ ভাইস সিটি, নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড।  জানি শুনতে খারাপ লাগছে, কিন্তু বাস্তবতা এই যে, এই কনফিগারেশনের পিসি দিয়ে আপনি লেখা-লেখি, নেট ব্রাউজিং আর মুভি/গান শোনা ছাড়া কিছুই করতে পারবেন না। এই দামে একটা স্মার্টফোন কিলেও এ থেকে ভালো ফিচার পাবেন। বাজারে বিভিন্ন চাইনিজ কোম্পানি আছে যারা এই দামে খুব ভালো স্পেসিফিকেশনের ল্যাপটপ বিক্রি করে। সেগুলির সব কিছুই ভালো শুধু গ্যারেন্টি মাত্র ১ বা ২ বছরের। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ