wordpress এ আমি একটা ফ্রিতে একাউন্ট খুলেছি। ফ্রিতে একাউন্ট খুলার ফলে ডাউনলোড করা theme ইন্সটল দেয়া যাইনা এমন কোনো উপায় আছে কি আমার ফ্রিতে খুলা একাউন্টেও ডাউনলোড করা theme ইন্সটল করা যাবে। এইরক কোনো সাইট তাকলে বলবেন প্লিজ
Share with your friends

ব্যাপারটা একটু বড়। তাই আমি আপনাকে বলবো এই ভিডিওটি  দেখতে। 

যদি ফ্রিতে থিম চান তাহলে এই সাইটটি ঘুরে আসতে পারেন। 

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি যদি সারাসরি ওয়ার্ডপ্রস থেকে হোস্টিং নিয়ে থাকেন তবে আপনি থিম আপলোড করে ইন্সটল দিতে পারবেন না । আপনি যদি পারেন তবে প্রথমে 000webhost থেকে হোস্টিং নিন । এখানে ফ্রি নিলে ১০ জিবি পর্যন্ত যায়গা পাবেন । এবং এখানে থিম এড করতে চাইলে ফ্রি হোটিং এই পারবেন । আপনি প্রথমে থিমে যান বং আপলোডে ক্লিক করে আপলোড করে ইন্সটল লেখার উপর ক্লিক করে ইন্সটল করে এক্টিভ করে নিন।

Talk Doctor Online in Bissoy App