আমি টেলিটক সিম Samsung J7 Prime ফোনে ব্যবহার করি। বিভিন্ন সরকারি চাকরীর দরখাস্তের ফি টেলিটক সিম থেকে দিতে হয়। আমি কিছুদিন আগ পর্যন্ত আমার সিম দিয়েই দিতে পারতাম।

যখন SMS এর মাধ্যমে পেমেন্ট করা হয়, তখন SMS পাঠানোর পুর্বে একটা ওয়ার্নিং দেয় যে 

This SMS may cost you. Would you allow?

নিচে সাধারণত তিনটি অপশন দেয়া থাকে। 

''Allow'' ''Don't allow'' ''Never Allow''

তো, আগে সবসময় ''Allow'' সিলেক্ট করতাম।

একদিন দূর্ঘটনাবসত ''Never Allow'' তে চাপ পরে। তার পর থেকে আমি আর আমার সিম এর মাধ্যমে কোন ধরনের পেমেন্ট করতে পারছিনা।

আমি বুঝতেছিনা যে আমার ফোন নাকি সিম এই রেস্ট্রিকশন দিচ্ছে।

আশা করি আপনাদের মাধ্যমে সমাধান পাব।


Share with your friends

Call

আপনার ফোনের সেটিং রিসেট দিতে পারেন। অথবা সিমকার্ড এর স্থান পরিবর্তন করেন। সিম১ কে দুইয়ের যায়গায় নিন। স্থান পরিবর্তন করলে পুনরায় পুর্বের মত সেটিং আসবে। তখন Always Allow দিয়ে রাখবেন। যাতে ভবিষ্যতে আর এমন না হতে পারে।   অথবা সেটিং থেকে Creditential Storage নামে সার্চ করুন আর এটাকে ক্লিয়ার করেন। সব ঠিক হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App