JSC পরীক্ষার সময় যে জন্ম সাল, তারিখ দেওয়া হয়েছিল তার সাথে জন্ম সনদের কোন মিল নেই। ssc সার্টিফিকেট এ ওই JSC তে দেওয়া জন্ম সাল, তারিখ ওই একই রয়েছে। এখন কিভাবে সার্টিফিকেট এর জন্ম সাল, তারিখ অনুযায়ী জন্ম সনদ পাবো।
Share with your friends

আপনি যেখান থেকে জন্মসনদ টি তৈরি করেছেন সেখানে যোগাযোগ করে জন্ম সনদটি সংশোধন করতে হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি JSC অথবা SSC সার্টিফিকেট নিয়ে আপনার নিকস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় গিয়ে যোগাযোগ করুন তারা সংশোধন করে দেবে অথবা নতুন করে করে দেবে। তবে আপনার পৌরসভার কর পরিশোধ থাকতে হবে / আগে পরিশোধ করতে হবে।

Talk Doctor Online in Bissoy App

তুমি হয় জন্মসনদ পরিবতন করো না হয় সাটিফিকেট।তবে জন্ম সনদ টা করলে ভালো। বিস্তারিত ০১৮৭৮৩২০৩২৭

Talk Doctor Online in Bissoy App