কিছু মানুষ বলে ফ্লেক্সিপ্লান থেকে এমবি না কিনলে নাকি ফ্লেক্সিপ্লান থেকে মেয়াদ বাড়ানো যায় না।
শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

আমার মনে হয় পারবেন না । একবার কিনে ফেললে আর কোন ভাবে মেয়াদ বাড়াতে পারবেন না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

না আপনি এই ভাবে মেয়াদ বারাতে পারবেন না। আপনি যদি ফ্লেক্সিপ্লান থেকে কোন পেকেজ নেন তাহলে পরবর্তি সেই পেকেজের মেয়াদ বারাতে পারবেন। প্রথম যদি ৩০ দিনের নেন পরবর্তি আবার ৩০ দিনেরি নিতে হবে। তবে এমবি বা মিনিটের পরিমান কমালে বা বারেলে তাতে সমস্যা নেই,এতে বরং আপনার টাকা কম লাগবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
FarabiMasud

Call

হুম অবশ্যই পারবেন।তবে আপনার নিজের বারিয়ে নিতে হবে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

না ভাই পারবেন না। আপনাকে মেয়াদ বাড়াতে হলে আবার সেইম অফার টা গ্রহন করতে হবে। তা ছাড়া আর কোনো ভাবেই মেয়াদ বাড়াতে পারবেন না। যদি আপনাকে *৫৬৬*১০# এ এমবি দেয় তাহলে বাড়াতে পারবেন।  সেই ক্ষেত্রে *5000# এ একটা প্যাকেজ কিনলেই হয়ে যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না আপনি যা ভাবছেন তা কখনই সম্ভব না..ফেক্সিপ্লান ছারা অন্যভাবে এমবি কিনলে তা আলাদা আর ফ্যাক্সিপ্লান দিয়া কিনলে তার মেয়াদ আলাদা...আলাদাভাবে কিনে ফ্যাক্সিপ্লান দিয়া মেয়াদ বাড়ান সম্ভব না.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ