আমার বয়স ২৩ বছর আমার আগে একবার বুকের ব্যাথা উঠে তার জন্য ডাক্তার ইসিজি,ইকু,ইটিটি,বুকের এক্স রে করিয়েছে কিন্তু কিছু পায়নি বলেছে বুকের মাংসের ব্যথা আর মানসিক চাপ তার জন্য নিওসেপটিন আর আর ডিলিটা দিয়েছিল ব্যথা সেরে যায় কিন্তু আমার ব্যাথাটা আবার উঠেছে দীর্ঘ ২৫ দিন যাবত এই ব্যথা। ব্যাথার নিয়ম: বুকের বাম পাশে এক জায়গায় করে অনেক সময় সারা বুক জুড়ে করে পিঠে যায়,মাথা নিচু করলে বুকে ব্যাথা করে,হাটলে ব্যথা করে,ঘুমাতে গেলে ব্যথা করে,অনেক সময় বসলেও ব্যাথা করে.....২৫ দিন যাবত এই ব্যথা এখন এটি কিসের ব্যাথা কি করলে সারবে একটু জানালে ভালো হয় 
শেয়ার করুন বন্ধুর সাথে