আপনার কিছুই করার নেই । কারণ এটা তার মা-বাবার ইচ্ছা।আপনি বরং তাকে এমন একটা জিনিস দিন,যাতে সে আপনাকে সারাজীবন মনে রাখে।এরকম জিনিস নিয়ে এখানে প্রশ্ন করা আছে।চাইলে সার্চ দিয়ে দেখতে পারেন।

Talk Doctor Online in Bissoy App

যেহেতু এইচ এস সি পরীক্ষা দেবার পর বিয়ে তার মানে মেয়ের বয়স ১৮ বছরের উর্ধ্বে।এখন তার বিবাহ বাল্যবিবাহ নয়।তাই তার পরিবার এখন তার বিয়ে দিতে পারে।এতে আপনার বাঁধা দেবার অধিকার নেই।আপনার যদি তার ভরণপোষণ দেবার সামর্থ থাকে তবে আপনি আপনার অভিভাবকের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠাতে পারেন।

Talk Doctor Online in Bissoy App
Call

তার  যদি ১৮ বছর না হয় তাহলে আইনি ব্যাবস্থা নিতে পারেন। তবে লাভার হিসাবে নয় এক জন সচেতন নাগরিকী হিসাবে। আর ১৮ বছর হয়ে গেলে আপনার কিছু করার নাই। সব টা মুখ বুঝে সহ্য করা ছাড়া। তবে এই সময় আপনার মাথাতে নানা রকম পাগলাটে চিন্তা ভাবনা আসতে পারে সে গুলাকে প্রশ্রয় দিবে না।

Talk Doctor Online in Bissoy App