রক্তনালির ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় প্রাচীরগাত্রে যে পার্শ্বচাপ দেয় তাকে ব্লাড প্রেসার বা রক্ত চাপ বলে। হৃদপিন্ডের বিশেষত ভেন্ট্রিকল এর সংকোচনের ফলেই রক্ত ধমনির মধ্যদিয়ে বহমান থাকে। ভেন্ট্রিকলের সংকোচন অবস্থায় রক্তচাপ বেশি থাকে এবং এ চাপকে সিস্টোলিক চাপ বলে।আবার ভেন্ট্রিকলের প্রসারণ কালে রক্ত চাপ সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।একে বলা হয় ডায়াস্টোলিক চাপ। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সিস্টোলিক চাপ হচ্ছে ১১০-১২০ mmHg এবং ডায়াস্টোলিক চাপ ৭০-৮০ mmHg. রক্ত স্বাভাবিক সীমার উপরে থাকলে উচ্চ রক্তচাপ এবং স্বাভাবিক সীমার নিচে থাকলে নিম্ন রক্তচাপ বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ