৯ জন পুরুষ বা ২১ জন বালক একটি কাজ করতে ৪২ দিন সময় লাগে। ১৮ জন পুরুষ ও ২১ জন বালকের অাগের তুলনায় দ্বিগুণ কাজ করতে কতদিন সময় লাগবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
SChoolWab

Call
২১ জন বালকের কাজ= ৯ জন পুরুষের কাজ
সুতারাং, ২১ জন বালকের কাজ = ৯*২১/২১= ৯ জন পুরুষের কাজ।
২১ জন বালক ও ৯ জন পুরুষ= ৯ জন পুরুষ + ৯ জন পুরুষ = ১৮ জন পুরুষ।
১৮ জন পুরুষ + ২১ জন বালক  = ১৮ জন পুরুষ + ৯ জন পুরুষ = ২৭ জন পুরুষ

৯ জন পুরুষ একটি কাজ করে = ৪২ দিনে
৯ জনে তার দ্বিগুন কাজ করে =৪২*২=৮৪ দিনে
১ জনে কাজটি করে = ৮৪*৯ = ৭৫৬ দিনে
২৭ জনে কাজটি করে ৭৫৬/২৭ = ২৮ দিনে 


উত্তর: ২৮ দিন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ