কোনটা ভাল হবে 1.Sony Xperia XA ultra dual নাকি 2.Samsung Galaxy J7 Max
Share with your friends
Call

সনি বিষয়ে আমার ধারণা কম। কিন্তু স্যামসাং বিষয়ে অনেক এক্সপেরিয়েন্স রয়েছে। 

স্যামসাং যেটা বাংলাদেশ থেকে কিনবেন সেটা থেকে আপনি পূর্ণ সার্ভিস পাবেন না। সাধারণত বিদেশে যেসব স্যামসাং এর ফোনে কিছুটা ডিফেক্ট পাওয়া যায় সেগুলোই বাংলাদেশে পাঠানো হয়। তাই বাংলাদেশ থেকে স্যামসাং না কেনার পরামর্শই আমি দিব। 

যেসব সার্ভিস পাবেন না তা হলো-

  • ব্যাটারি এক বছরের মধ্যেই শেষ। চার্জ থাকবেই না। 
  • র‍্যামও বেশ স্লো সার্ভিস দিবে। 
তবে হ্যাঁ, ক্যামেরার মান, স্টোরেজ, ভিউ দেখলে স্যামসাং ভালো হবে। তব সেটা যদি দেড় বছরের কম সময়ের মধ্যে চেঞ্জ করার মত মানসিকতা থাকে। 
এবার আসি সনির বিষয়ে। সনি আমি কখনো ব্যবহার করি নি। তবে সনি খুবই উচ্চমানের ফোন তৈরি করে এটা আমি জানি। 
সনির ফিচারসে আপনি পাবেন ভিন্নতা, ক্যামেরাও বেশ ভালো থাকে। এতে আপনি ফাস্ট চার্জিং বা ভোগ চার্জিংএর সুবিধা পাবেন। আর মাল্টিটাস্কিংও শুনেছি বেশ ভালোই করা যায়। 
আমি আপনাকে দুটি সম্পর্কেই বললাম। এখন আপনি নিজে বিবেচনা করে সিদ্ধান্ত নিন। 
আমার ব্যক্তিগত মতামত হলো, এক-দেড় বছরের মধ্যে যদি বদলানোর চিন্তা থাকে তাহলে স্যামসাং। আর একটু ভিন্নতা চাইলে সনি। আমি নিজে হলে স্যামসাংই নিতাম।
Talk Doctor Online in Bissoy App