বার্ষিক বেতন- লিওনেল মেসি ৪০ মিলিয়ন ইউরো নেইমার ৩০ মিলিয়ন ইউরো রোনালদো ২১ মিলিয়ন ইউরো সুত্র: http://www.rtvonline.com/sports/27387/বেতনে-রোনালদো-নেইমারকে-ছাড়িয়ে-গেলেন-মেসি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একেক লীগে একেক বেতন। লা লীগে যেহেতু সবচেয়ে প্রচলিত তাই ওদের লিস্ট টা দিলাম

  1. রোনালদোঃ রিয়াল মাদ্রিদ রোনালদোর সাথে একটি চুক্তি করেছে ৫ বছরের জন্য (২০১৬-২০২১)। এই চুক্তি অনুসারে তারা প্রতি সপ্তাহে তাকে  £365,000 অর্থাৎ ৳4,03,51,256 (চার কোটি তিন লাখ) ।
  2. মেসিঃ বার্সেলোনা মেসির সাথে ২১' সাল পর্যন্ত যেই চুক্তি করেছে তাতে তারা মেসিকে প্রতি সপ্তাহে $667,000 দেবে মানে ৳5,58,23,931 ( প্রায় ৫ কোটি ৫৯ লাখ;)
  3. নেইমারঃ নেইমার আগে ৩লাখ ইউরো প্রতি সপ্তাহ দরে বার্সার জন্য খেলত। কিন্তু পিএসজি ওকে €700,000 দরে অর্থাৎ ৳6,85,65,931 ( প্রায় ৬ কোটি ৮৬ লাখ টাকা) তে নিয়ে নিয়েছে। 
  4. সোর্সঃ http://www.goal.com  
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ