আমি এবার HSC পরিক্ষা দিয়েছি। আমার এখন কোন ধরণের প্রতিষ্ঠানে পড়া ঠিক হবে।আব্বু বলছে ডিপ্লোমা পড়তে।যদি ডিপ্লোমা পড়ি তবে আবার ৪ বছরে তো HSC রেজাল্টের সমমান ই তো হবে। এই নিয়ে অনেক টেনসনে পড়েছি।অভিজ্ঞ ভায়েরা প্লিজ সাজেস্ট করুন।
Share with your friends

আপনি যদি পড়তে চান পড়তে পারেন তবে আপনার HSC result যদি ভাল হয় তবে না পড়াই ভাল |কারন আপনার ভাল ফলাফল দিয়ে আরো ভাল কিছু করতে পারবেন|

Talk Doctor Online in Bissoy App

আপনার আব্বু যেহেতু বলছে পড়তে পারেন। ডিপ্লোমায় পড়লে চাকরি না পেলে ও কিছু করে খেতে পারবেন।আপনি যদি hsc তে বিজ্ঞান বিভাগ থেকে পড়ে পাস করেন ।তবে আপনি একেবারেই ৩য় সেমিস্টারে ভর্তি হতে পারবেন( প্রবিধান অনুসারে)।

Talk Doctor Online in Bissoy App

আপনার এসএসসি ও এইসএসসি এর বিভাগ যদি বিজ্ঞান হয়েথাকে তাহলে আমার পরামর্শ হচ্ছে বিএসসি করুন।

যদি অন্য বিভাগ হয়েথাকে তাহলে কিছু বলতে চাইইছিনা।

(উত্তরের সবটুকু অংশ ভালভাবে পড়ে সিদ্ধান্ত নিন)

ডিপ্লোমা করলে এইসএসসি সার্টফিকট তেমন কোনো কাজে আসেনা। তবে শিক্ষা কখনোই অকেজো হয়না।

আপনি জানের যে ডিপ্লোমা এইসএসসি এর সমমান। আসলে আপনার জানা তথ্যটি ভুল।

আসল তথ্যটি জেনেনিন। 

Talk Doctor Online in Bissoy App