Call

1. জাম খেলে রক্ত পরিষ্কার হয়।, 2. জাম খেলে চর্ম রোগ হতে নিরাময় পাওয়া যায়। ,, 3. পেটের অসুখের জন্য জাম খুবই উপকারী। ,, 4. ডায়াবেটিকস রোগিদের জন্য জাম খুবই উপকারি।জামের বিচি রোদে শুকিয়ে গুড়ো করে দৈনিক খেলে ডায়াবেটিকস রোগে উপকার পাওয়া যায়। ,, 5. জাম কান্সার প্রতিরোধ করে এবং কান্সার রোগের চিকিৎসায় ঔষধ হিসেবে ব্যবহিত হয়। ,, 6 যাদের কোষ্ঠকাঠিন্য (Constipation) রোগ আছে তারা জাম খেলে উপকার পাবেন। ,, 7. যাদের অর্শরোগ (Hemorrhoid) আছে তারাও জাম খেলে উপকার পাবেন। ,, 8. এছাড়া জামের পাতা, জাম গছের ছাল চূর্ণ নানা রোগের ঔষধ ও প্রতিষেধক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ