কনডম গর্ভধারণ থামানোর জন্য ব্যাবহার করে। আপনি সন্তান লাভের জন্য সহবাস করলে অবশ্যই কোন কিছু ছাড়া করবেন। খেয়াল রাখবেন সমস্ত বীর্য যেন নারীর ভেতরেই ত্যাগ হয়। সহবাসের ৪৮ ঘণ্টা পর একটি গর্ভবতী টেস্ট করবেন। (ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়, সেখানকার ডাক্তার আপনাকে ভালভাবে ব্যাবহারের নিয়ম বুঝিয়ে দিবে। পারলে ভাবিকেও সাথে নিয়ে যাবেন যাতে তিনি সরাসরি নিয়ম টা জানেন। আমি নিয়ম বলবো না কারণ একেক মডেলের মেশিনে একেক নিয়ম। যার থেকে কিনবেন সেই ভালভাবে বলে দেবে।)




যদি আপনার স্ত্রী গর্ভধারণ করতে ব্যর্থ হয় তবে ভেঙ্গে পরবেন না। আবার চেষ্টা করুন। যদি তখনও ব্যর্থ হন তবে দুজনেই ডাক্তারের কাছে পরীক্ষা করাবেন কারণ সমস্যা যে কারো হতে পারে। সেক্ষেত্রে আপনি যাবেন ইউরোলজিস্ট ডাক্তারের নিকট এবং ভাবি যাবেন গাইনি ডাক্তারের কাছে। 




আমার আম্মু একজন ডাক্তার, অপরে দেয়া সকল তথ্য তিনি দেখেছেন এবং সম্মতি দিয়েছেন। 




আশা করি আপনাদের আশা পূরণ হোক, শুভ কামনা রইল ^_^ বাচ্চা হলে কিন্তু মিষ্টি চাই, ভাইয়া :P 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ