আমার পায়ে আজ ১ বছর ধরে কুনি হচ্ছে। খুব ব্যাথা হয় মাঝে মাঝে হাটতেও খুব কষ্ট হয়। কি করা যায় বুঝতে পারছিনা। ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার অপররেশন করতে বলেছেন। আমি অপরেশন করতে চাচ্ছিনা। প্রস্ন- আচ্ছা কোন ব্যবস্তা আছে থাকলে জানাবেন প্লিজ। খব কৃতজ্ঞ থাকবো।
শেয়ার করুন বন্ধুর সাথে
Porimolray

Call

আপনি একজন চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের নিকট পরামর্শ নিতে পারেন। আর বিশেষজ্ঞের মতামত অনুসারে চিকিৎসা করে যান কারন সাধারনের চেয়ে তারাই এ বিষয়ে ভালো বোঝেন। **এছাড়া আপনি হোমিওপ্যাথি চিকিৎসায় ওষুধের মাধ্যমে কনি সারাতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি যদি ঘরোয়া উপায়ে কুনি ঠিক করতে চান তবে হলুদ+ষরিষার তেল মাঝারি ভাবে গরম করে পায়ে লাগান ২-৩ দিনেই সেরে যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পায়ের নখে ফাংগাসের সমস্যায় অনেকেই ভোগেন। আর কুনি নখের যন্ত্রণাও কিন্তু কম নয়। ধুলোবালির সাথে কাদা নখের কোণায় ঢুকে গিয়ে জমে থাকে। তারপর সেখানেই জন্ম নেয় নানা ধরনের ব্যাকটেরিয়া। যা থেকে নখের কোণায় তৈরি হয় পুঁজ, ফুলে লাল হয়ে যায়। আর সেইসাথে যন্ত্রণা তো আছেই। অনেকে একে কুনি নখও বলে থাকেন। এ সময় নখের রঙ হলদেটে হয়ে দেখতে বিশ্রী লাগে। তবে তিনটি সহজ ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন সেগুলো- হলুদ : || কয়েক টুকরো কাঁচা হলুদ কেটে নিয়ে অলিভ অয়েল বা আমন্ড অয়েলে দিয়ে ফোটান। এবার এক টেবিল চামচ হলুদের সাথে তেল ও তিন টেবিল চামচ পানি মিশিয়ে নিন। এই মিশ্রণ দিনে তিনবার আক্রান্ত জায়গায় লাগান। মনে রাখবেন, হলুদ খুব ভালো অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। বেকিং সোডা : হাল্কা গরম পানি বেকিং সোডা মিশিয়ে সেই পেস্টটি আক্রান্ত নখের উপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দিনে ২-৩ বার ব্যবহার করুন। বেকিং সোডার অ্যাল্কালাইন ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। ভিক্স : || সর্দি, মাথাব্যথায় ভীষণ ব্যবহৃত এ মলমটি সহজে ফাংগাস তাড়ানোর সবচেয়ে ভালো উপায়। দিনে দুইবার আক্রান্ত নখে ভিক্স লাগান। এরপর সেই নখে গজ দিয়ে একটি ব্যান্ডেজ করে রাখতে পারেন। সূত্র : দ্য হেলথ সাইট।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ