ভাই আমার জানামতে প্লেস্টোর থেকে ডাউনলোড করা অ্যাপ মেমোরিতে আনা যায় না।এটি শুধু ফোনেই থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি প্লেটোর থেকে মেমরিতে আনতে পারবেন না। তবে অন্য উপায় জানতে চাইলে বলে দেব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি প্লে স্টোর থেকে App Backup and Restore এপটি ডাউনলোড করে ওপেন করুন। তারপরে যে এপগুলো মেমরিতে নিতে চান সেগুলো মার্ক করে সাবমিট করুন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সবথেকে সহজ উপায়image image ও কার্যকারী পোস্ট। 

আপনি play store থেকে super backup & reatore এপ্স টা নামিয়ে নিন।

তারপর এপ্স এর setting এ যান।সেখানে app auto backup নামে একটা অপশন পাবেন ওটাই টিক দিয়ে দিন।এখন থেকে এপ্স ইন্সটল দিলে অটো ব্যাকআপ হবে।আর একটি কথা কোন ফোল্ডারে backup নিবেন তা setting এর প্রথমে পাবেন সেখান থেকে ফোল্ডার নির্ধারন করুন।আপনার সুবিধার্তে স্কিন শর্ট দিয়ে দিলাম।উপকার হলে জানাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
GoodAdvise

Call

প্রথমে আপনি প্লে স্টোরে গিয়ে Android Assistant নামক সফ্টওয়ার টা ডাউনলোড করে ওপেন করুন,ওপেন করার পরে এপটিতে প্রবেশ করুন,তারপর এপটির ভেতরে গিয়ে Tools ক্লিক করুন,তারপর Backup & Restore এ গিয়ে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করা যে সমস্ত সফ্টওয়ারগুলা মেমোরিতে নিতে চান সেগুলোকে সিলেক্ট করুন সিলেক্ট করার পরে নিচে একটা অপশন দেখতে পাবেন Backup নামে তারপর সেটাতে ক্লিক করুন ব্যাস কাজ শেষ,তারপর আপনার মোবাইলে ফোন মেমোরিতে ঢুকুন Android Assistant Appbackup নামক একাটা দেখতে পাবেন সেটাতে গিয়ে দেখুন আপনার সফ্টওয়ারগুলো জমা হয়ে আছে,ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ