ধরুন 

আমি ৫টি  কলেজে আবেদন করে 

Chandpur govt college এ চান্স পেয়েছি,

এখন আমি সেটাতে পড়তে চাই না

Himchar govt college এ পড়তে চাই


এখন আমি যদি মাইগ্রেশন করি

তাহলে কি Himchar college এ চান্স পাওয়া লাগবে 

নাকি?

সরাসরি ভর্তি হতে পারব 

প্লিজ সঠিক উওর দিবেন



শেয়ার করুন বন্ধুর সাথে
রুপ

Call

অবশ্যই আপনাকে চান্স পেতে হবে।যদি সীট খালি থাকে তাহলে চান্স পাবেন সীট খালি না থাকলে পাবেন না।আশা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

আসলে যদি সরাসরি ভালো কলেজে আবেদন ছাড়াই ভর্তিই হতে পারতেন তাহলে এত আয়োজনের কি দরকার ছিল। তাই উক্ত কলেজে এমনিতে ভর্তি হতে পারবেন না এজন্য মাইগ্রেশন করে টিকলেও টিকতে পারেন যদি সিট খালি থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাইয়া ধরুন আপনি একটি 50 টাকার লটারি করলেন এই লটারির জন্য আপনি 20 জন বা তার বেশি কিছু লোক ননির্বাচন করলেন এবং সবাইকে বললেন একটি প্রশ্নের উত্তর দিতে  কিন্তু কেউ সেই প্রশ্নের উত্তর দিতে পারল না এখন আপনি কি এর জন্য কাউকে পুরস্কার দিবেন না  না  অবশ্যই আপনি পুরস্কার কাউকে দিবেন না  কারন কেউ উত্তর দিতে পারেননি  আর সেজন্যই আপনি যে  মাইগ্রেশনের কথা বলতেছেন সেই মাইগ্রশনে যদি আপনি সফল না হন তাহলে অবশ্যই সরকার আপনাকে তার কোন কলেজে ভর্তি হতে দিবে না বা অনুমতি দিবে না আশা করি বুঝছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ