YOU দিয়েতো একবচন(SINGULAR NUMBER) বোঝানো হয়। তাহলে YOU এর পরে IS না হয়ে ARE হয় কেনো?
Share with your friends
Call

এটা হলো ইংরেজী গ্রামারের নিয়ম। মানে ইংরেজরার তৈরি নিয়ম ।এটার কোনো ব্যাখ্যা নেই যেমনটি But .বাট ,Cut. কাট এবং Put পাট না হয়ে পুট হয়েছে । সেরকম একটি নিয়ম।

Talk Doctor Online in Bissoy App

অর্থের দিক দিয়ে "You" এক বচন(singular) এবং বহুবচন(plural) হয়।কিন্তু ব্যাকরণগত দিক দিয়ে "You" সর্বদা Plural হয়।আর তাই You এরপর গ্রামার অনুযায়ী plural verb বা are হয়।যেমন :How are you....

Talk Doctor Online in Bissoy App

Subject 3rd person singular number হলে Subject এর পর Is বসে নতুবা present contineous tense এ সর্বত্রই Are বসে(শুধু I এর পর ছাড়া)।You শব্দটি Second person তাই এরপর Are বসে।

Talk Doctor Online in Bissoy App