পিরিয়ডের সময়েও এরকম হয়। প্যাড ব্যবহারেও কষ্ট হয়।তখন কি প্যাড এর জন্য ছুলে যায়? ত্বকে চুলকানি হয়না, কিছুর স্পর্শ লাগলেই জালাপোড়া করে।হাটাচলায় প্রচন্ড কষ্ট হয় জালাপোড়ার কারনে।এরকম কেন হয় এবং এর প্রতিকার কি? সঠিক সমাধান আশা করছি।
শেয়ার করুন বন্ধুর সাথে

প্রচন্ড গরমে রানের দু পাশে ঘামতে থাকে, আর হাটা চলার কারনে দু পাশে ঘসা লাগে। তাই ওখানে জালাপোড়া হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

গরমের সময় ঘামের কারনে সেখানে ঘসার পরিমান বেড়ে যায় ফলে সেখানে ছুলে যাওয়ার অবস্থা হয়। এছাড়াও ঘামে লবন থাকে এ লবন যদি ছুলা জায়গায় লাগে তাহলে জ্বলে উঠবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ