Call

আপনার বোধহয় জিমেইল খোলা আছে আপনি gmail.com এ গিয়ে recover account এ ক্লিক করুন ।আপনার নাম্বার দিয়ে ওকে দিন ।কোড আসবে কোড দিয়ে সাবমিট করুন ।জিমেইল একাউন্ট দেখাবে।

Talk Doctor Online in Bissoy App

অন্য একটি নাম্বার সাবমিট করুন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার নাম্বারটি অন্য একটি জিমেইল 

আইডিতে ব্যবহার হওয়ার কারনে 

এটি দেখাচ্ছে ,,

আপনি অন্য একটি নাম্বার ব্যবহার করুন

অথবা 

Skip করুন তাহলে আর কোন

 নাম্বার এর প্রয়োজন হবে না

Talk Doctor Online in Bissoy App
Call

১টি ফোন নম্বর দিয়ে ৪-৫ টি জিমেইল আইডি খোলা গেলেও খুব অল্প সময়ের ব্যবধানে কিন্তু এই ৪-৫ টি আইডি খোলা যাবে না। ১টি নম্বর দিয়ে একটি আইডি খোলার পর বেশ কিছুদিন সময় অতিবাহিত হবার পর আর একটি আইডি খোলা সম্ভব হয়। তা নাহলে আপনার উক্ত সমস্যাটির মত সমস্যা সৃষ্টি হয়। আপনি যদি তারপরও ঐ একই নম্বরে জিমেল আইডি টি রাখতে চান তবে এক কাজ করতে পারেন, যেকোন একটি নম্বর দিয়ে নতুন একটি জিমেই আইডি খুলুন। এরপর জিমেই এ ঢুকে সেটিংস থেকে রিকভারি অপশন থেকে ঐ ঐ নম্বরটি মুছে দিয়ে আপনার মুল বা প্রধান নম্বরটি বসিয়ে দিয়ে সাবমিট করুন।

Talk Doctor Online in Bissoy App

আপনার এই নাম্বার দিয়ে একটি জিমেইল আইডি খোলা আছে তাই বলতিছে।আপনি অন্য একটি নাম্বার দিয়ে চেষ্টা করতে পারেন তাহলে হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি আগে যেটা খুলছেন সেটা ঠিক করে নিতে পারেন,

Talk Doctor Online in Bissoy App