আসলামুআলাইকুম.আমি হাসান.বয়স 19 বছর.

আমি নিম্নোক্ত সমস্যাটি গত এক বছর ধরে ভোগতেছি.প্রতিদিন সকালে আমার স্বাভাবিকভাবে পায়খানা হয় তখন আমার পেট একদম খালি থাকে.আমি যখন দাত ব্রাশ করতে যাই তখন বমি হওয়ার আগ মূহুর্তে যে অনুভূতিটা হয় মানে ভিতর থেকে যে ডুকটা আসে তখন ঐ সমস্যাটা হয়..বারবার হতে থাকে..পেট মুচরিয়ে মুচরিয়ে বার বার হয় অনেক সময় তিতা কফ বের হয়..সেটা কফ নাকি অন্য কিছু আমি জানিনা.তবে যখনই এরকম হয় আমার চোখ দিয়ে পানি চলে আসে..আমি সকালে একদম কিছুই খেতে পারিনা এই সমস্যার জন্য.ডাক্তার অনেক দেখিয়েছি তারা চেন্জ করে করে অনেক ঔষধ দেয় কিন্তু সমস্যাটা সমাধান হয় না..কোনো ভাই যদি এই সমস্যায় পরে থাকেন যদি কোনো ঔষধে ভাল হয়ে থাকে তাহলে দয়া করে মন্তব্য করুন.


শেয়ার করুন বন্ধুর সাথে

ট্যাবলেট Pantobex 20 mg 1+0+1 খাবার আগে

ট্যাবলেট Domin 1+1+1 খাবার আগে ৭ দিন খেয়ে

দেখুন।

আর সকালে ব্রাশ না করে শুধু পানি দিয়ে মুখ

ধুইবেন, তারপর সকালের খাবার কমপ্লিট হওয়ার পর

দাঁত ব্রাশ করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ