আমি কলেজে উঠে এক বছর লেখা-পড়া তেমন করিনি। যার ফলে আমি বার্ষিক পরীক্ষায় ফেল করেছি। এখন  আম্ম-আব্বু বলছে সেকেন্ড ইয়ারে উঠার দরকার নেই! প্রথম ইয়ারে থেকে আবার নবম-দশম এর মতো ভালো করে পড়া-লেখা শুরু কর। এখন আমার সার্টিফিকেটে যদি অনিয়মিত বা Irregular হয় তাহলে কী কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবেদন বা ভর্তী হতে পারবো?
Share with your friends

আপনি সেকেন্ড ইয়ারের প্রমোশন নিয়ে নিন।আপনার প্রিপারেশন খারাপ থাকলে এক বৎসর গ্যাপ দিয়ে বোর্ড পরীক্ষা দিলেও সব পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন।অথবা গ্যাপ না দিয়ে বোর্ড পরীক্ষা দিয়ে ফলাফল খারাপ হলে পরবর্তী বৎসর ইমপ্রুভ দিয়েও সব ভার্সিটিতে পরিক্ষা দিতে পারবেন।তবে এ ক্ষেত্রে ভার্সিটি পরীক্ষার ফরম তুলে ফেললে ইমপ্রুভ দিয়েও পরিক্ষা দিতে পারবেন না।

Talk Doctor Online in Bissoy App

সব বিশ্ববিদ্যালয়ে এক নিয়ম না। যেমন সিট যাতে ফাকা না থাকে সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাত বিশ্ববিদ্যালয় এ আপনি যে বছর এইচএসসি পাস করবেন ঐ বছরই পরীক্ষা দিতে পারবেন ২য় বার কোনো ভর্তি পরীক্ষার সুযোগ নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পারবেন। ঢাকার বাইরে যতদুর জানি বেশিরভাগই দেয়া যায়। অার মেডিকেলে দিতে পারবেন তবে মাকর্স ৫ কেটে রাখবে। 

তবে কথা দীর্ঘ গ্যাপ যেমন ৪ বছর আগে পাস করেছেন এখন পরীক্ষা দিবেন এমন হলে প্রাইভেটে ভার্সিটিতে পরতে পারেন। এছাড়া ন্যাশনাল ভার্সিটি রয়েছে। সর্বশেষ উনুক্ত বিশ্ববিদ্যালয়ে সুযোগ রয়েছে সব শেষ সুযোগ সরকারী খরচে পড়ার।
Talk Doctor Online in Bissoy App

Call

পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় SSC-এর সাল দুইটা/তিনটা অপশন থাকে আর HSC-একটা/দুইটা থাকে... সো আপনি পরীক্ষা দিতে পারবেন নিশ্চিত থাকুন... তবে যেগুলাতে 2য় বার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই সেগুলাতে HSC পাশের সাল চলতি লাগবে,আর এসএসসি কমপক্ষে দুইটা সালের অপশন থাকবে

Talk Doctor Online in Bissoy App