শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মাসিক এর পূর্বে স্রাব ভঙ্গতে বলতে, মাসিক এর পূর্বে স্রাব হওয়া কে বুঝিয়ে থাকেন তবে, এর উত্তর হ্যাঁ, মাসিক এর পূর্বে স্রাব ভঙ্গতে পারে। তবে এই স্রাব এর পরিমান সবার ক্ষেত্রে সমান নয়। এটা শরীরের উপর ডিপেন্ড করে। শরীরে যৌন সমস্যা থাকলে এই স্রাব এর পরিমান অনেক সময় ভয়াবহ আকার ধারন করতে পারে। এছাড়া কারনে অকারনে যদি এই সমস্যাটি হতে থাকে , আর যদি তা সমাধান করা না হয়, তবে ভবিষ্য এ আরো বড়ো সমস্যা সৃষ্টি হতে পারে। যা মোটেই কাম্য নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ