Doesn't he go to school daily???

না "Does he go to school daily??

কোন টা সঠিক উত্তর? বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে দেখতেছি।

Share with your friends
Call

আমার হিসাবে

Doesn't he go to school daily?

Talk Doctor Online in Bissoy App
Porimolray

Call

Does he go to school daily

Talk Doctor Online in Bissoy App

দুটোই সঠিক। প্রথমটা হল Interrogative Negative sentence  যার অর্থ সে কি দৈনিক স্কুলে যায়না?  অারেকটা হল সে কি দৈনিক স্কুলে যায় ?  দুটোই present  indefinite 

Talk Doctor Online in Bissoy App

Doesn't he go to school daily? এর অর্থ সেকি প্রতিদিন স্কুলে যায়না?অর্থ্যাৎ সে প্রতিদিন স্কুলে যায়।এখানে অর্থের পরিবর্তন হয়নি। Does he go to school daily? এর অর্থ সেকি প্রতিদিন স্কুলে যায়?অর্থ্যাৎ সে স্কুলে প্রতিদিন যেতেও পারে নাও পারে।দুটোই বোঝায়।এখানে অর্থের পরিবর্তন হয়েছে।Transformation of sentence এর নিয়ম অনুযায়ী বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না।সে হিসেবে প্রথমটি সঠিক।

Talk Doctor Online in Bissoy App
Call

He goes to school daily .


অর্থ - সে প্রতিদিন বিদ্যালয়ে যায়।


যেহেতু এখানে কোনো না বোধক ভাব নেই তাই প্রশ্নবোধক বাক্যে না বোধক ভাব না দেওয়াই ঠিক হবে।

এর প্রশ্নবোধক বাক্যটি হবে-

Does he go to school daily?

অর্থ- সে কি প্রতিদিন বিদ্যালয়ে যায়?
Talk Doctor Online in Bissoy App
amirupu

Call

১ম টা সঠিক।

কারণ:-

 Doesn't he goes to school daily?  

এর মিনিং হল সে কি প্রতিদিন স্কুলে যায় না? 

এর দ্বারা কেমন একটা হ্যা বোধক Answer আসে।

আর সেকেন্ড টা দ্বারা কিন্তু আসে না। এর দ্বারা আসে যেতেও পারে আবার নাও যেতে পারে।

আপনার এটা হল transformation. মানে রুপ চেঞ্জ হবে বাট মিনিং চেনঞ্জ হবে না। 

সেই অনুযায়ী,,,,

১মটা দ্বারা হ্যা বোধক আসছে।মানে এটা সঠিক।

আর সেকেন্ড টা দ্বারা আসে নাই।তাই এটা কনভারশন চেঞ্জ।

Talk Doctor Online in Bissoy App