শেয়ার করুন বন্ধুর সাথে
Call
যুক্তরাষ্ট্রযুক্তরাজ্যসোভিয়েত ইউনিয়ন এবং চীন এই তিন রাষ্ট্রের নেতৃবৃন্দ, যারা একত্রে “বৃহৎ তিন” নামে পরিচিত ছিল, মিত্র শক্তি গঠন করে।[৩] পরবর্তীতে দু’টি বৃহৎ রাষ্ট্র ফ্রান্স মিত্রশক্তি তে যোগ দেয়।[৩][৪]এছাড়া আরও যে সব রাষ্ট্র মিত্র শক্তিতে যোগ দেয় তারা হল অস্ট্রেলিয়াবেলজিয়ামব্রাজিলকানাডাচেকোস্লাভিয়াইথিওপিয়াগ্রীসভারতমেক্সিকোনেদারল্যান্ডসনিউজিল্যান্ডনরওয়েফিলিপাইন কমনওয়েলথপোল্যান্ড এবং যুগোস্লাভিয়া[৫] 
আর,

অক্ষশক্তির প্রধান তিনটি রাষ্ট্র হল জার্মানিইটালী এবং জাপান। 

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

তারিখ ১ সেপ্টেম্বর ১৯৩৯ – ২ সেপ্টেম্বর ১৯৪৫ (৬ বছর, ১ দিন) অবস্থান ইউরোপ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, দক্ষিণ-পূর্ব এশিয়া, চীন, মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগর এবং আফ্রিকা, এছাড়াও উত্তর ও দক্ষিণ আমেরিকা ফলাফল মিত্রশক্তির বিজয় তৃতীয় রাইখের বিলোপ জাপানি ও ইতালীয় সাম্রাজ্যের পতন জাতিসংঘ প্রতিষ্ঠা পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের উত্থান স্নায়ুযুদ্ধের সূচনা (অন্যান্য...). বিবদমান পক্ষ মিত্রশক্তি সোভিয়েত ইউনিয়ন[ক] মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন[খ] তৃতীয় ফরাসি প্রজাতন্ত্র[গ] পোল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া গ্রিস নেদারল্যান্ডস বেলজিয়াম ইয়ুগোস্লাভিয়া দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড নরওয়ে চেকোস্লোভাকিয়া [ঘ] ইথিওপিয়া [ঙ] ব্রাজিল ডেনমার্ক[চ] লুক্সেমবুর্গ কুবা মেক্সিকো খাতক ও তল্পীবাহক রাষ্ট্র: ভারত ফিলিপাইন মঙ্গোলিয়া অক্ষশক্তি জার্মানি জাপান[ছ] ইতালি[জ] হাঙ্গেরি রোমানিয়া বুলগেরিয়া সহযোগী শক্তি: ফিনল্যান্ড থাইল্যান্ড ইরাক খাতক ও তল্পীবাহক রাষ্ট্র: ক্রোয়েশিয়া স্লোভাকিয়া আলবেনিয়া Japan's Greater East Asia Co-Prosperity Sphere puppets মাঞ্চুকুয়ো চীন-নানজিং মেংজিয়াং ফিলিপাইন বার্মা আজাদ হিন্দ নেতৃত্ব প্রদানকারী মিত্রশক্তির নেতৃবৃন্দ সোভিয়েত ইউনিয়ন ইওসিফ স্তালিন মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট যুক্তরাজ্য উইনস্টন চার্চিল চীন প্রজাতন্ত্র (১৯১২-১৯৪৯) চিয়াং কাই-শেক অক্ষশক্তির নেতৃবৃন্দ নাৎসি জার্মানি আডলফ হিটলার জাপানের সাম্রাজ্য হিরোহিতো জাপানের সাম্রাজ্য হিদেকি তোজো ইতালির রাজত্ব (১৮৬১–১৯৪৬) বেনিতো মুসোলিনি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ