Share with your friends
Call

মনিটাইজেশন হল এমন একটি প্রক্রিয়া যা একটি লিগ্যাল চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। ইউটিউবে মনিটাইজেশন ঠিক তেমনই একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ভিডিওটি মনিটাইজ করা হয়। মূলত ইউটিউব থেকে অর্থ উপার্জনের জন্য ইউটিউব মনিটাইজেশন ইনেবল করতে হয়। তবে শুরুতেই একাউন্ট খুলে আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন অপশন পাবেন না। আপনার YouTube ভিডিওটি আপলোড করার পর পরই আপনি চাইলে আপনার আপনার ভিডিওটি গুগল বিজ্ঞাপনের জন্য এনাবেল করতে পারেন। এজন্য আপনার YouTube একাউন্টটিকে আপনার AdSense একাউণ্টের সাথে কানেক্ট করতে হবে। ভাল কথা, AdSense একাউন্ট না থাকলে একটি একাউন্ট খুলে নিতে হবে আর YouTube এ Monetization অপশনটি এনাবেল করতে হবে। আর নতুন ইউটিউব একাউন্ট হলে মনিটাইজেশন অপশনটি পেতে হয়তো একটু অপেক্ষা করতে হবে। এরপর আপনি যেই ভিডিও আপলোড করেন না কেন, সেটি হতে হবে সম্পুর্ন আপনার নিজস্ব কাজ। ভিডিওটিতে প্রদর্শিত এড থেকে আপনার ইনকাম শুরু হবে। তবে খেয়াল রাখতে হবে ভিডিওটি যেন ইউনিক হয়। কপি বা চুরি করা ভিডিও হলে ধরা খাবেন। আর একটি কথা তাড়াতাড়ি মনিটাইজেশন ইনেবল করতে চাইলে চ্যানেলে ইউনিক ভিডিও আপলোড করুন, সাবস্ক্রাইব বাড়ান আর এডসেন্স এর জন্য এপ্লাই করুন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App

ইউটিউব মনিটাইজেসনের মাধ্যমে আপনার চ্যানেলে বিজ্ঞাপন দেখাবে যা থেকে আপনার আয় হবে। তবে বাংলাদেশে এখনো মনিটাইজেশন আসেনি। এজন্য আপনি কন্ট্রি ইউ এস দিতে পারেন। তাহলে আপনার মনিটাইজেসন enable করা সম্ভব হবে।

Talk Doctor Online in Bissoy App