আমি ওয়েবসাইটের জন্য একটা অনলাইন সদস্য ফরম তৈরি করতে চাই।এজন্য html code গুলা জানতে চাই? বি. দ্র : Google form গ্রহণযোগ্য নয়।
Share with your friends
Anynomous

Call

ওয়েবসাইটে ফর্ম তৈরি করতে <form></form> ট্যাগ ব্যবহার করা হয়। আর কোন তথ্য চাওয়ার জন্য ঘর তৈরি করার জন্য <input /> ট্যাগ ব্যবহার করা হয় কিন্তু এর ভেতর আপনি কি কি তথ্য রাখবেন তার সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতে হবে। সেটার জন্য আলাদা আলাদা এট্রিবিউট আছে।আপনি সদস্য নিবন্ধনের জন্য ফর্ম তৈরি করতে চান। এক্ষেত্রে আপনি কি কি তথ্যের জন্য ফর্ম বানাবেন তা আপনার উপর নির্ভর করে। তবে আমি আপনাকে সাধারন একটা ফর্ম বানানোর কোড দিচ্ছি।

<form>

Name:<br/>

<input type="text" placeholder="Name"/>

Create a Password:<br/>

<input type="password" placeholder="Password "/>

Phone:<br/>

<input type="number" placeholder="Phone"/>

<input type="submit" value="Submit"/>

<input type="submit" value="Cancel"/>

<input type="reset" value="Reset"/>

</form>

উক্ত কোডের ফলাফল এমন আসবে।

Name:
 

Create a Password:
 
Phone:

Talk Doctor Online in Bissoy App