Baby মানেতো শিশু তবে 18-20 বছরের মেয়েগুলোকে baby বলে কেন?
Share with your friends

১৮-২০ বছরের মেয়েদের baby বলে না, তাদের বলে প্রাপ্তবয়স্ক বা সাবালিকা মেয়ে। তবে বর্তমান যুগের প্রেম-ভালোবাসার ক্ষেত্রে প্রেমিক-প্রেমিকা একে অপরকে baby বলে সম্বোধন করে, যেটা বলা উচিত নয়। কেননা, baby মানে সন্তান। আরেকটি ভুল সম্বোধন করে, 'আচ্ছা বাবা, ঠিক আছে!' আসলে সঠিক সম্বোধন হবে 'আচ্ছা জান, ঠিক আছে!'

তবে মা-বাবা, মেয়ে যতো বড়ই হোক baby বলে সম্বোধন করতে পারে। কারন, ছেলে-মেয়েরা মা-বাবার কাছে সবসময়ই baby, শিশু বা সন্তানের মতো।
ধন‍্যবাদ।
Talk Doctor Online in Bissoy App

১৮থেকে২০বছরের মেয়েরা শিশু নয়।তবে তারা তাদেরঁ বয়স গোপন করতে চায়।কিন্তু তারা এমনি এমনি করে বয়স কমানোর চেষ্টা করে Baby বলে বলে অভ্যাস করে।যার ফলে তাদের এভাবে ডাকতে ভাল লাগে।এজন্য তাদের বেবি ডাকে।তারা বুড়ো হলেও এরকম করতে চায়।

Talk Doctor Online in Bissoy App
Call

baby বলে না এর স্পেলিং babe এবং ইউরোপের টিনেজ পর্নস্টারদেরকে বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে এর অর্থ খোকামনি।

Talk Doctor Online in Bissoy App