আমি একাদশ শ্রেণির ছাত্র। সমাপনী পরীক্ষায় উত্তরপত্রে সৃজনশীল প্রশ্নের উত্তর দেয়ার সময় প্রথম আমি এভাবে লেখি ' ১ নং প্রশ্নের উত্তর'


এটা উপরে লিখে বামে ক দিয়ে ক নম্বর উত্তর লিখি। আবার খ দিয়ে খ নম্বর  উত্তর লিখি।


কিন্তু অনেকেই দেখি এভাবে লেখে " ১ নং প্রশ্নের উত্তর ক" এরপর নিচে ক নম্বর উত্তর লেখে।
 আবার " ১ নং প্রশ্নের উত্তর খ" লিখে
নিচে খ নম্বর উত্তর লিখে।

বোর্ড পরীক্ষায় কোন পদ্ধতিতে লেখা উত্তম।

Share with your friends
Call
উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথম নিয়মটিই অনুসরণ করা উচিৎ।কারণ,দ্বিতীয় নিয়ম অনুযায়ী এক জিনিস বারবার রিপিট হবে,দেখতেও বেশি একটা ভালো দেখাবেনা সাথে সময়ও বেশি লাগবে।


সবকিছু বিবেচনায় প্রথম নিয়মে অনুযায়ী অর্থাৎ ১ নং প্রশ্নের উত্তর লিখে তার নিচে দাড়ি দিয়ে পর্যায়ক্রমে 'ক,খ,গ,ঘ' নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া উচিৎ।তবে 'ক,খ,গ,ঘ' নাম্বার উত্তর দেওয়ার সময় প্রত্যেকটি উত্তরের মাঝে নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রাখবেন এবং সম্ভব হলে নীল কলম দিয়ে আনডারলাইন করে দিবেন।


আপনি এইভাবে লেখতে পারেন। চিত্র নিচেঃimage
Talk Doctor Online in Bissoy App

আপনি যে দু'টি উল্লেখ করেছেন তার মধ্যে আপনারটাই বেশী গ্রহণ যোগ্য। কারণ অন্য টিতে একই কথা দুইবার উল্লেখ করা হচ্ছে। এ ছাড়া আপনি এভাবে লিখতে পারেন-

Talk Doctor Online in Bissoy App
Porimolroy

Call

অধিকাংশ শিক্ষক সৃজনশীল লিখতে আমাকে এভাবে সাজেষ্ট করেছিল যে, যদি আপনি ১ নম্বার প্রশ্নের উত্তর দিত চান তাহলে খাতার বাম পাশে মার্জিনের ভিতরে এভাবে লিখবেন... ১(ক), ১(খ), ১(গ), ১(ঘ)

Talk Doctor Online in Bissoy App