আমার চুলের কিছু বৈশিষ্ট্য ::

* চুল কিছু অংশ কুকরানো

*কুকরানো অংশের জন্য চুল বাজে দেখায়।image

* কুকরানো অংশ আচরালে একই থাকে


এখন আমি কি করব???Plz Help Me


শেয়ার করুন বন্ধুর সাথে

# ক্রিম বা লোশন দিয়ে চুল সোজা করা যায়। তবে এই প্রক্রিয়া একটু জটিল বলে অভিজ্ঞ হাতে করাটাই বুদ্ধিমানের কাজ। # সপ্তাহে দুই দিন মেহেদি, টক দই এক কাপ, ডিম একটি, তেল দুই চা চামচ এবং প্রয়োজন মতো পানি দিয়ে পেস্ট তৈরি করে চুলে আধা ঘণ্টা লাগিয়ে ধুয়ে নিতে হবে। # পাকা কলার সঙ্গে মধু পেস্ট করে চুলে ২০ থেকে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেললে চুল মশৃণ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এটা ঘরোয়া পদ্ধতিতে দূর করা খুব কষ্টসাধ্য । তবে ডিমের সাদা অংশ মাথায় লাগিয়ে ১০ মিনিট ম্যাসাজ করে কিছুক্ষন পর ধুয়ে ফেললে অনেকটা উপকার পাবেন । সপ্তাহে ৩ থেকে ৪ দিন এমন সবথেকে ভালো ফলাফল পাবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ