আমি এবার ssc পরীক্ষা দিয়েছি। আমি এখন টেক্সটাইল নিয়ে পড়তে চাই।। কিন্তু আমি টেক্সটাইল সম্পর্কে কিছুই জানি না। দয়া করে কেউ টেক্সটাইল কি? এর কাজ কি? চার বছর মেয়াদী কৌর্স এর পর আমি কি চাকরি করতে পারব??
শেয়ার করুন বন্ধুর সাথে

সহজ ভাষায় বলছি, টেক্সটাইল হচ্ছে কাপড় তৈরি করা।

প্রথমে তুলা বা সুতা তৈরির উপাদান সংগ্রহে তাথেকে সুতা এবং সুতা থেকে (সকল প্রকার) কাপড় তৈরি করাই এর কাজ।

বর্তমানে চাকরির বাজারে টেক্সসটাইল এর চাহিদা মোটামুটি আছে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ